রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

নারী আইপিএল ঝড় তুললেন শেফালি এবং ল্যানিং

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

একদিন আগেই শুরু হয়ে গেছে নারী আইপিএলের জমজমাট আসর। ৫ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো মুম্বাইর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের নারীদের কাছে স্রেফ উড়ে গেছে গুজরাট জায়ান্টসের নারীরা।
হারমানপ্রিত কউরের দল প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ২০৭ রান। জবাব দিতে নেমে গুজরাটের মেয়েরা মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে নেয় ১৪৩ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে ব্রেবোর্ন স্টেডিয়ামে। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নারীরা। এই ম্যাচেও রীতিমত রানের বন্যা বইয়ে দিয়েছেন দিল্লির মেয়েরা। ভারতীয় ব্যাটার শেফালি বার্মা এবং অধিনায়ক, অস্ট্রেলিয়ান ব্যাটার মেগ ল্যানিং রীতিমত ঝড় তুলেছেন।
টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার মেগ ল্যানিং এবং শেফালি বার্মা ১৪.৩ ওভারেই গড়েন ১৬২ রানের বিশাল জুটি। ৪৩ বলে ৭২ রানের ঝড় তুলে আউট হন ল্যানিং। ১৪টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি। শেফালি বার্মা ৪৫ বলে তোলেন ৮৪ রানের ঝড়। ১০ বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। মারিজানে ক্যাপ ১৭ বলে করেন ৩৯ রান। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন জেমিমা রদ্রিগেজ। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২২৩ রান করে দিল্লির মেয়েরা। হিদার নাইট নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখার সময় ১৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেয়েরা। নারী আইপিএলে এত বেশি রান ওঠার একটা কারণ অবশ্য রয়েছে। গত মাসে শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করা হয়েছে! দক্ষিণ আফ্রিকায় বাউন্ডারির দৈর্ঘ্য রাখা হয়েছিল ৬৫ মিটার। নারী আইপিএলে প্রতিটি ভেন্যুতেই বাউন্ডারির দৈর্ঘ্য ৬০ মিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। অপরদিকে আইপিএলে বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ মিটার রাখা হয় বিসিসিআইয়ের তরফে। উদ্দেশ্যে একটাই যতটা বেশি সম্ভব বাউন্ডারি, ওভার-বাউন্ডারি হোক। ফলে ক্রিকেটীয় বিনোদনের সাক্ষী থাকুক উপস্থিত দর্শকরা। এই ভাবনা চিন্তা থেকেই বাউন্ডারির দৈর্ঘ্য কমানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com