রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

ইংল্যান্ডকে ৫০ রানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

২৪৭ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে ছন্দ দেখালো বাংলাদেশ। ইংল্যান্ডকে অলআউট করলো ১৯৬ রানে। আর ৫০ রানের জয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা। ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন জেমস ভিন্স। ৪৪ বলে ৩৮ রান করেন তিনি। ফিল সল্ট ৩৫, ক্রিস ওকস ৩৪ রান করেন। এছাড়া জেসন রয় ১৯, জস বাটলার ২৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।
বাংলাদেশের ৬ বোলারের সবাই উইকেট পান। সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। ১০ ওভারে ৩৫ রান খরচ করে টাইগার অলরাউন্ডার। দুটি করে উইকেট পান তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ।
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ:হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টাইগার বোলারদের নৈপুণ্যে দলীয় ১৭৪ রানে ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। অষ্টম উইকেট হিসেবে আদিল রশিদকে ফেরান তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ৮ রান করেন রশিদ। বাটলারকে ফেরালেন তাইজুল;দলীয় ১৫৮ রানে ৭ম উইকেট হারালো ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জস বাটলারকে লেগ বিফোরের ফাঁদে ফেললেন তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৬ রান করেন বাটলার। ৩৪.২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৫৮ রান। ১৫.৪ ওভারে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ৮৯ রান। আর বাংলাদেশের দরকার তিনটি উইকেট।
১৩০ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের:সাবধানী শুরুর পর টাইগার বোলারদের নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। দলীয় ১৩০ রানে ৬ উইকেট নেই ইংলিশদের। দলীয় ১২৭ রানে জেমস ভিন্স (৩৮) সাকিব আল হাসানের শিকার হওয়ার পর দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। ৫ বলে ২ রান করে আউট হন মঈন আলী। ২৯.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৪০ রান।
কারেনকে থিতু হতে দেননি মিরাজ:আগের ম্যাচে অপরাজিত ৩৩ রান করেন স্যাম কারেন। আজ ইংলিশ অলরাউন্ডারকে ২৩ রানে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ২৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান ইংল্যান্ডের।
২ রানে দুই উইকেট হারালো ইংল্যান্ড: দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় সংগ্রহে মাত্র ২ রান যোগ করতে আরও দুই উইকেট হারিয়েছে ইংলিশরা। ডেভিড মালানকে ইবাদত হোসেনের শিকার হওয়ার পর জেসন রয়কে ফেরান সাকিব আল হাসান। ১০ ওভার শেষে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ৫৫ রান।
প্রথম আঘাত সাকিবের: ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। এবার বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানলেন টাইগার অলরাউন্ডার। ফেরালেন ৩৫ রান করা ফিল সল্টকে। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫৪ রান।
সাকিবের ‘৩০০ উইকেট’: তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট-বলে ছন্দ দেখাচ্ছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৭৫ রান করা এই অলরাউন্ডার ইতোমধ্যে বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। আর এতেই অনন্য কীর্তি গড়েন সাকিব। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন তিনি।
ইংল্যান্ড ইনিংসের ৪০.২ ওভারে রেহান আহমেদকে ফিরিয়ে ম্যাচের চতুর্থ উইকেটটি তুলে নেন সাকিব। আর তাতেই তিনশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে মাত্র ১৪তম বোলার হিসেবে তিনশ’ উইকেটের মালিক হলেন সাকিব। টাইগার অলরাউন্ডারের আগে ন্যূনতম ৩শ’ উইকেট সংগ্রহ করেছেন শ্রীলঙ্কার মুতাইয়া মুরালিধরন, পাকিস্তানের দুই পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস, শ্রীলঙ্কার চামিন্দা ভাস, পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার শন পুলক, অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা ও ব্রেট লি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ভারতের অনীল কুম্বলে, শ্রীলঙ্কার সানাথ জয়সুরিয়া, ভারতের জাভাগাল শ্রীনাথ এবং নিউজিল্যান্ডের দানিয়েল ভেট্টরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com