রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

পূণ্য স্মৃতি বিজড়িত আদমদীঘি বাবা আদম (রঃ) মাজারে আজ ওরশ মোবারক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩

আজ ২৪ ফাল্গুন, ৯ মার্চ বৃহস্প্রতিবার পূণ্য স্মৃতি বিজড়িত আদমদীঘি বাবা আদম (রঃ) মাজারে ঐতিহাসিক ওরশ মোবারক। ওরশ কে ঘিরে আয়োজক কমিটি সকলপ্রস্তুতি নিয়েছে। ওরশ মোবারকে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত ওয়ায়েজিন পাবনা সিনিয়র মোদাররেছ খয়ের বাগ দাখিল মাদ্রাসার আলহাজ্ব হযরত মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আনছারি সাহেব। এই মাজারের রয়েছে ব্যাপক বিস্মৃতি-হযরত বাবা আদম (রহঃ) এর পূর্ণ্যস্মৃতি বিজরিত এলাকা বগুড়া জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আদমদীঘি উপজেলা। অতি প্রাচীন ও ইসলামী চিন্তাবিদদের মাজারে পরিপূণ্য এই আদমদীঘি। প্রায় সাড়ে ৩ লাখ লোক অধ্যুষিত এ উপজেলায় আয়তন ১৬৮.৮৪ বর্গ কিলোমিটার। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকালে আদমদীঘি অঞ্চল পৌন্ড্র রাজ্যের অন্তভুর্ক্ত এক অংশ হিসাবে বিবেচিত হতো। প্রাগৌতিহাসিক যুগ থেকে এ অঞ্চলে পৌন্ড্র রাজ্যের প্রশাসকগন সহ মৌর্য গুপ্ত এবং গৌর শাসনাধিনে ছিল। অষ্টম শতাব্দির মাঝামাঝি সময় থেকে পাল রাজ্যের শাসনাধিনে আসে এবং তাএকাদশ শতাব্দির পর্যন্ত স্থায়ী হয়। আদমদীঘির নাম করণের পিছনে রয়েছে বিশাল কাহিনী। বগুড়ার মহাস্থান গড়ের সুলতান ইব্রাহিম বখলীর (রহঃ) মুত্যুর পর ক্রমান্বয়ে ইসলাম প্রচার স্থিমিত হয়েআসে। এসময় বিক্রমপুরের রাজা বল্লালসেন এই এলাকায় শাসন করতেন। তার শাসনামলে নিযার্তনের সংবাদ পেয়ে খোরাসান থেকে বাবা আদম (রহঃ) তার ১২ জন সহচর নিয়ে এইখানে আস্তানা গড়েতোলেন। বাবা আদম (রহঃ) এর ব্যবহার এতই ভাল ছিল যে অনেকে ইসলাম ধর্ম গ্রহন করেন। বাবা আদম(রহঃ) হিন্দু ও মুসলমানদের নিকট খুব সম্মান পেতেন। সেই সময় পানির কষ্ট দেখে বাবা আদমের সমস সাময়িক নাটোরের মহিয়সী রাণী ভবানী, বাবা আদমের অলৌকিক ক্ষমতাবলির উপর আস্থা বাবিশ্বাস স্থাপন করে একাট দীঘি খনন পূর্বক এই সাধকের নামে উৎসর্গ করেন। এর কিছু দিন পরমাজারের উত্তরে আরও একটি দীঘি খনন করা হয়। এই দীঘি বাবা আদমের নামানুসারে পরবর্তি কালেএই স্থানের নাম হয় ”আদমদীঘি”। দীঘির উত্তর পাশের্ব বাবা আদম (রহঃ) এর মাজার ও একটি বিশালমসজিদ ও মিনার নিমার্নাধীন রয়েছে। বাবা আদম (রহঃ) বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এরশিষ্য ছিলেন। এছাড়া শিয়ালশন গ্রামের হযরত শাহ রেজা দরবেশের মাজার, শাহাপুরে দেওয়ান গাজীরহমানের মাজার, গোবিন্দপুরে দেওয়ান চাচার মাজার, বশিপুরে দুর্লব বাবার মাজার, সহ এ উপজেলায়বহু পীর কামেলের মাজার রয়েছে।কথিত রয়েছে রাজা বল্লাল সেনের অত্যাচারে সমুচিত জবাব দিতে একবিশাল বাহিনী নিয়ে বাবা আদম (রহঃ) বিক্রমপুরের পাশের্ব আস্তানা গড়ে তোলে। সেখানে হাজারহাজার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা গ্রহন করান। গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এমন সময় একটি পাখি এক টুকরো গরুর মাংস মুখে নিয়ে উড়ে এসে বল্লাল সেনের দেব মন্দিরেরপাশের্ব ফেলে দেয়। এ দৃশ্য দেখে রাজা বল্লাল সেন আর স্থির থাকতে পারেনি। বিশাল সৈন্য বাহিনীনিয়ে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এ যুদ্ধে আহত হয়ে বাবা আদম (রহঃ) ফিরে এলেনআদমদীঘিতে। এর কিছুদিন পর তিনি এখানে ইহলোক ত্যাগ করেন। তাকে কবর দেয়া হয় ওই দীঘিরপাড়ে। এখানে গড়ে উঠেছে মসজিদ ও মাদরাসা। বাবা আদমের নামের সাথে দীঘির নাম যোগ করেনাম করন হয় “আদমদীঘি”। এই মাজারকে ঘিরে প্রতি বছরের ফাল্গুন মাসে বাৎসরিক ওরস মোবারকঅনুষ্ঠিত হয়ে থাকে। মাজার কমিটির সভাপতি আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিমরেজা ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান,প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক ওরস মোবারকেরআয়োজন করা হয়েছে। ওরশ মোবারকের ধারাহিকতায় মুসল্লীদের তবারকের পাশাপাশি হিন্দুসম্প্রদায়দের জন্যও আলাদা খাবার ব্যবস্থা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com