বাবা মাইনুদ্দিন নিজে কুস্তিগীর। এখন কোচ। ১৯৮৬ সালে জুনিয়র কুস্তিতে ৪০ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্বর্ণ জয় করেন খুলনার এই ক্রীড়াবিদ। এবার জাতীয় যুব গেমসে তার মেয়ে মোহনা খাতুনও গলায় তুললেন স্বর্ণ পদক। মেয়ে লড়েছেন ৬৫ কেজিতে। রাজশাহীর প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জেতা তার। এর আগে জুনিয়র কুস্তিতে ৩৬ কেজিতে প্রথম হন মোহনা। ২০১৮ সালের প্রথম জাতীয় যুব গেমসে রৌপ্য পদক ছিল তার।
খুলনার রায়মহল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই ছাত্রী জানান, ‘গত গেমসে রৌপ্য জয়ের পর আমার আত্মবিশ্বাস ছিল এবার প্রথম হব। এ বারের বাংলাদেশ গেমসে জুডোতে +৫৭ কেজিতে রৌপ্য পান তিনি। হারটা বিকেএসপির প্রতিপক্ষের কাছে। দুই স্বর্ণ জেতার টার্গেট নিয়ে আসা মোহনার। কিন্তু ওই চাওয়া পূরণ না হওয়ায় কিছুটা হতাশ। তার পরের মিশন বাংলাদেশ দলে খেলা। একইসাথে সেনাবাহিনীতে চাকরি নেয়া।’