বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপা-বের অবদান অস্বীকার করার উপায় নেই। যদি বলা হয় সেই পাঁচটা খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট, তবুও ভুল ধরার কেউ নেই। তবে যুগের সাথে পাল্লা দিতে, দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের অবস্থানটা বহুমুখী।
সময়ের ব্যবধানে সাকিব আল হাসান যখন টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন, মাশরাফী বিন মর্তুজা তার অর্ধযুগ আগেই টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। বছর খানেক হলো বিদায় বলেছেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালও। তবে দল থেকে বাদ পড়েও দলে ফেরার লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো ঠিকমতো নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। বড় আসরে ভরাডুবিই নিত্যকার সাথী। তবে সাকিবের নেতৃত্বে নিজেদের পায়ের মাটি শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ, চট্টগ্রামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর সেই আশার পালে লেগেছে হাওয়া। যা উচ্ছ্বসিত করেছে অন্য সবার মতো দলের বাহিরে থাকা পঞ্চপা-বের চারজনকেও।
ম্যাচ শেষে সাকিবের নেতৃত্বাধীন এই দলকে দিয়ে দারুণ কিছু হবে বলে দাবি করে নিজের ফেসবুকে মাশরাফী বিন মর্তুজা লেখেন, ‘এই দলটা হারুক- জিতুক, সবারই উচিত তাদেরকে ব্যাক করা। তরুনদের নিয়ে এই টি-টোয়েন্টি দলটা কিছু দিন একসাথে খেলতে পারলে দারুন কিছু হবে, বলে মনে হয় আমার। অভিনন্দন বাংলাদেশ।’
অবশ্য মাশরাফীর মতো করে না বললেও দলের আনন্দ প্রকাশ করেছেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহও। তামিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অভিনন্দন ছেলেরা, দূঃসাহসী জয়।’ মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে বড় জয়। ইনশাআল্লাহ আরো অনেকবার হবে।’ আর মাহমুদউল্লাহ তার পেইজে জয়ের খবর লিখে বলেন, ‘সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন বাঘের দল।’