শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

শামসাদুল আখতার শামীম স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ এপ্রিল) র‌্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরিয়া ও মানিকগঞ্জের দৌলতপুরে রাতভর পৃথক অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের শেখ মোঃ সোনা মিয়া(৩৩) পিতা রহমুদ্দিন শেখ,একই এলাকার মোঃ ঠান্ডু মিয়া(২৫),পিতা মোঃ ভাষা মিয়া, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মোঃ মোশারফ হোসেন(৩৫), পিতা মোঃ খাদেমুল ইসলাম ও একই জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের মোঃ আকাশ মিয়া(৩৪)। গতকাল সকালে র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সময় ডাকাতি করতো। গত ২০ মার্চ রাত ৮টার সময় তারা অস্ত্রের মুখে হায়েচের চালক সাগরকে জিম্মী করে ডাকাতির উদ্দেশ্যে হায়েচটি নিয়ে মানিকগঞ্জের দিকে রওয়ানা হয়। পরে হায়েচের চালকের দেয়া তথ্য অনুযায়ী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাঠুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, তাদের সাথে টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়ার ইসমাইল(২৮),পিতা অজ্ঞাত ও একই এলাকার আলিম মুন্সি(৪০) পিতা অজ্ঞাত এর মানিকগঞ্জে যোগদানের পরিকল্পনা ছিলো। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তল সদৃশ বস্তু, ১টি সুইস গিয়ার চাকু, পুলিশের ১টি ভুয়া পরিচয়পত্র, ৫টি মোবাইল ফোন, ১টি হায়েচ, ১টি টর্চ লাইট ও নগদ ১হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com