মুন্সীগঞ্জের গজারিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন মধ্য দিয়ে গজারিয়া উপজেলাকে ক শ্রেণী ভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গজারিয়া সহ সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ঝুম কনফারেন্স কর্মসূচীর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী রুম কনফারেন্স অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে গজারিয়া উপজেলার ১৭টি পরিবারকে আশ্রম প্রকল্প টু এর আওতায় চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহসহ এর চাবি হস্তান্তর এর মধ্য দিয়ে গজারিয়া উপজেলাকে ক শ্রেণী ভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, কাজী নাহিদ রসুল, উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা, পুলিশ সুপার, মাহফুজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আব্দুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মাহফুজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকি, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ফরাজী, ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু, ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, মুক্তিযোদ্ধা সিকান্দর আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলাধীন বিভিন্ন অধিদপ্তর কর্মকর্তা বৃন্দ ও আশ্রয়ন প্রকল্প ২ এর উপকার ভোগী পরিবার বৃন্দ।