ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে যে ক্রিকেটারদের চার ভাগে ভাগ করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন সব থেকে বেশি রুপি পাওয়ার তালিকায়। সেখানে এই দুই ক্রিকেটার ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা ও যশপ্রীত বুমরা। এই চার ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই খেলেন। হার্দিক পা-্য রয়েছেন পরের ভাগে। বিসিসিআই যে চারটি ভাগ করেছে, সেগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। বিরাটরা রয়েছেন ‘এ+’ ভাগে। অধিনায়ক রোহিত, জাদেজা, বুমরাও একই ভাগে। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা (ভারতীয় রুপি) পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি সাদা বলের ক্রিকেটই শুধু খেলছেন। আগামী দিনে লাল বলের ক্রিকেটে তাকে দেখা যাবে কি না তা জানা যায়নি। রোহিতের অবর্তমানে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়া হার্দিক ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন। বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা। তারা রয়েছেন ‘বি’ ভাগে। পুজারা ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মোহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। পুজারা শুধু লাল বলের ক্রিকেটে খেলেন। রাহুল, শ্রেয়স, সিরাজ, শুভমনরা তিন ধরনের ক্রিকেটে খেললেও তাদের ‘বি’ ভাগেই রাখা হয়েছে।
‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। তাকে আগামী দিনে ভারতীয় দলের ভাবনার মধ্যে রাখার ইঙ্গিত এই তালিকা। ওপেনারদের ধারাবাহিকতার অভাবের কারণেই বিশ্বকাপের বছরের কথা মাথায় রেখে ধাওয়ানকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধাওয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত। সূত্র : আনন্দবাজার পত্রিকা