পূর্ণ ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি শুরুর আগে ১৯.২ বলে ৫ উইকেটে ২০৭ রান তোলে স্বাগতিকরা। ২ ঘণ্টা ৩ মিনিট বন্ধ ছিল খেলা। বৃষ্টি শেষে পুনরায় খেলা শুরু হলে ডিএলএস মেথডে ৮ ওভারে আয়ারল্যান্ডের টার্গেট নির্ধারণ করা হয় ১০৪ রান। তবে তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে লক্ষ্যে পৌঁছতে পারেনি আইরিশরা। ২২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন গ্যারেথ ডেলানি। ১৪ বলে ৩ বাউন্ডারিতে ২১* রান করেন তিনি। এছাড়া হ্যারি টেক্টর ১৯, অধিনায়ক পল স্টার্লিং ১৭ এবং রস অ্যাডায়ার ১৩ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। টাইগার পেসার ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। একটি উইকেট পান হাসান মাহমুদ। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন রনি তালুকদার।
৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে ম্যাচ সেরা হন তিনি। লিটন দাসের সংগ্রহ ৪৭ রান। এছাড়া শামীম হোসেন ৩০, অধিনায়ক সাকিব আল হাসান ২০*, নাজমুল হোসেন শান্ত ১৪ এবং তাওহীদ হৃদয় ১৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৪ রানে। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার এবং গ্রাহাম হিউম।