শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দে পূণ্য স্নান উৎসব শুরু

মাসুম মাহমুদ (সোনারগাঁও) নারায়ণগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ও সোনারগাঁও থানার অন্তর্গত লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমীপুণ্যে স্নান উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার(২৮শে মার্চ) সন্ধ্যা হতে আগামীকাল বুধবার রাত পর্যন্ত।দুই দিনব্যাপী এই মহা উৎসবকে ঘিরে প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার(২৮শে মার্চ)সন্ধ্যা সাতটা পাঁচ (০৭:০৫:০০) মিনিট হতে শুরু হবে এই উৎসবের লগ্ন এবং শেষ হবে আজ (২৯শে মার্চ) বুধবার রাতে। কিন্তু,উৎসবের স্থান ঘুরে দেখা যায় কিছু পুণ্যার্থীরা দুপুরের পর থেকে স্নান ঘাটে নেমে আনন্দ উৎসব করছে।দু-একজন পূর্ণ্যার্থীদের জিজ্ঞেস করা হলে তারা বলেন দূর থেকে আগত কিছু পূর্ণ্যার্থীরা ঘাটে এসে ঘাট দেখতেছে ও পাশাপাশি স্নান করছে। তবে স্নানের লগ্ন শুরু হবে সন্ধ্যা সাতটা পাঁচ (০৭:০৫:০০) মিনিট হতে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠবে পূর্নার্থীরা। হিন্দু শাস্ত্র মতে মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দুব্বা, হরিতকি, ডাব ও অম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নিবেন। লগ্ন শুরুর পর পরই পূর্ণ্যার্থীদের ঢল নামবে নাঙ্গলবন্দের স্নান এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে। স্নান ও পাপ মোচনের বাসনায় দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল হতে আসা পূর্ণার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে লাঙ্গলবন্দ এলাকা। এই স্নান উৎসবকে ঘিরে বসেছে মেলা, মেলায় ঘুরে দেখা যায় দেশীয় বিভিন্ন রকমের মুখরোচক খাবারের সমাহার, সাংসারিক আসবাবপত্র, বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ হতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বছর ১৮টি ঘাটে পূর্ণার্থীদের স্নান করবে। মঙ্গলবার ২৮শে মার্চ দুপুর হতে হাজারো পুণ্যার্থীরা নলিত মোহন সাধুর ঘাট, নাসিম ওসমান ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজ ঘাট, মাকড়ি সাধু ঘাট, গান্ধী শ্মশান ঘাট, ভদ্রেশ্বরী কালীঘাট, জয় কালী মন্দির ঘাট, রক্ষা কালী মন্দির ঘাট, প্রেমতলা ঘাট, মনি ঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, পঞ্চপান্ডব ঘাট ও পরেশ মহাত্মা ঘাট দিয়ে পুণ্যার্থীদের স্নান করবেন আগত পূর্র্ণ্যথীরা। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা লাঙ্গলবন্দ এলাকার স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি শরোজ সাহা বলেনঃ এ বছরের স্নান উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশ হতে পুণ্যার্থীরা এসেছেন। সভাপতি শরোজ সাহা আশাবাদী যে এবার প্রায় ১০ লাখ পূণ্যার্থীরা স্নানে অংশ নিবেন। পূণ্যার্থী নারীদের জন্যে আলাদা কাপড় বদলানোর জায়গা,বিশুদ্ধ খাবার পানি ও থাকার জায়গা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এবছর স্নান উৎসবের ব্যাপারে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি,এম কুদরতে খোদা বলেনঃ আমরা প্রতিবছরের ন্যায় এ বছর ও সার্বিকভাবে লাঙ্গলবন্দে আগত স্নান উৎসবের সকল পূর্ণার্থীদের জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি আরো বলেন এবার খুব শান্তিপূর্ণভাবে স্নান উৎসবটি সম্পন্ন করতে সক্ষম হব। স্নান উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেনঃ স্নান উৎসবে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- কেউ যাতে না করতে পারে সেজন্য প্রায় ১২ শত পোশাকধাড়ি পুলিশ সদস্য পাশাপাশি সাদা পোশাকধাড়ি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। অপরদিকে স্নান উৎসব এলাকায় ঘুরে দেখা যায় নারায়ণগঞ্জের সিভিল সার্জন পৃথকভাবে ৫টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া স্নান উৎসবের ঘাট গুলো সুন্দরভাবে মেরামত করে দিয়েছেন বিআইডব্লিউটিএ। পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগ উন্মুক্তভাবে স্নান উৎসবে আগতদের জন্যে বিশুদ্ধ পানিপানের সুব্যবস্থা করে দিয়েছেন। উৎসব ঘিরে স্নানের জন্য পাপ থেকে মুক্তি ও পুণ্যি লাভের আশায় বন্দর উপজেলার মিনার বাড়ি এলাকার রাস্তা ও ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের নিকট লাঙ্গলবন্দের রাস্তা এবং আশেপাশের ছোট বড় সকল রাস্তায় আগত পূর্ণার্থীদের অনেক ভীড় লক্ষ্য করা যায় সেই সাথে মানুষ ও গাড়ি অনেক থাকায় কিছু কিছু রাস্তায় যানজট দেখতে পাওয়া যায় তবে আইন শৃঙ্খলা বাহিনী যানজট নিরসনে কাজ করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com