দৈনিক দিনকাল পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, লেখক ও গবেষক আমিনুর রহমান সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। গত সোমবার ভোরে তার মৃত্যু হয়। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। চার দিন আগে ব্রেইন স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাযা শেষে লাশ গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভরতখালী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযাতে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ,মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। আমিনুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজেসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুম আমিনুর রহমান সরকার সাংবাদিকতা জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এবং সামাজিক অবক্ষয় ও অন্যায়ের বিরুদ্ধে কলমযোদ্ধা হিসেবে সাংবাদিক সমাজে ছিলেন আদর্শস্থানীয়। ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দৈনিক দিনকাল পত্রিকায় তিনি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবেও তার অবদান কোনোদিন ভুলবার নয়। স্বাধীন সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করতে আমিনুর রহমান সরকার-এর অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো। আমিনুর রহমান সরকার পৃথিবী ছেড়ে চলে গেলেও দেশের মানুষ ও সাংবাদিক মহলে চিরন্তন হয়ে থাকবেন। দেশের মানুষ, সুহৃদ এবং সাংবাদিক ভাইবোনদের পাশাপাশি আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যথী। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম আমিনুর রহমান সরকারকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় আমিনুর রহমান সরকারের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি সমবেদনা জানান।