বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বন্দরটিলা শাখা স্থানান্তরিত

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর বন্দরটিলা শাখা ০২ এপ্রিল ২০২৩ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (এল. এ. টাওয়ার-২য় তলা, এম. এ. আজিজ রোড, বন্দরটিলা, চট্টগ্রাম) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ। ২০১০ সালের ২৮ ডিসেম্বর ব্যাংকের বন্দরটিলা শাখার কার্যক্রম শুরু হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, চট্টগ্রাম জোনাল হেড জনাব রাশেদ সরওয়ার এবং বন্দরটিলা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নওশাদ আব্বাস বক্তব্য রাখেন। এছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে শাহ্প্লাজা মার্কেটের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক হোসেন, জাহিদ এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী জনাব মোঃ জাহিদ হোসেন এবং তাহের এন্ড ব্রাদার্সের পার্টনার জনাব মোঃ আবু তালেব বক্তব্য রাখেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই বন্দরটিলা শাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হচ্ছে। চট্টগ্রামে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২টি পূর্ণাঙ্গ শাখা রয়েছে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা সম্প্রসারণ করে যাচ্ছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ বলেন, আমরা গ্রাহকদের চাহিদা ও তাদের সুবিধার্থে এই শাখাটিকে সু-পরিসর জায়গায় স্থানান্তর করেছি। আজ থেকে ১৩ বছর পূর্বে এই এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের বন্দরটিলা শাখার যাত্রা শুরু হয়েছিল, শুরু থেকেই বন্দরটিলা শাখাটি অত্র এলাকার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে সাধ্যমত অবদান রেখে আসছে। আমরা এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনাদের সার্বিক সহযোগিতায় অত্র এলাকার উন্নয়নে আমরা আরো অধিক অবদান রাখতে পারব বলে আমরা আশা পোষণ করছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য সর্বত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের অধিক সুনাম রয়েছে। অত্র এলাকার ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিক বিনিয়োগে আগ্রহী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com