শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে প্রফেসর ইউনূসের শোকবার্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার, নারী উদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আমার পরম বন্ধু ও একান্ত সহযোগী রোকিয়া আফজাল রহমানকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি শুধু বন্ধুই ছিলেন না, তিনি ছিলেন আমার প্রায়ই কাজের পরামর্শদাতা এবং উৎসাহদাতা। রোকিয়া আফজাল আমার সামাজিক ব্যবসার ধারণাটাকে প্রথম থেকেই উৎসাহ সহকারে গ্রহণ করেছিলেন এবং ব্যবসায়ী মহলে একে বোঝানোর চেষ্টা করে গেছেন। সামাজিক ব্যবসার প্রতি একান্ত আগ্রহের কারণে তিনি দেশে এবং বিদেশে আমাদের বিভিন্ন ইভেন্টে অংশ নিতেন।
ব্যাংককে আমাদের সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানে তার প্রাণোজ্জ্বল অংশগ্রহণ কখনো আমার মন থেকে মুছে ফেলতে পারব না। শোকবার্তায় ড. ইউনূস আরো বলেন, বাংলাদেশের দরিদ্র মহিলার প্রতি তার সহমর্মিতা এবং তাদের সমস্যা সামাধানে তার আগ্রহ সব সময়ই সব কিছুর ঊর্ধ্বে থাকত। নারীর ক্ষমতায়নে রোকেয়া আফজালের অবদান তুলনাহীন। বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থানকে তার যথাযোগ্য স্থানে নিয়ে যাবার ক্ষেত্রে তার অবদান কেউ কখনো ভুলতে পারবে না। তিনি বিরাট একটা শূন্যতা সৃষ্টি করে আমাদের ছেড়ে চলে গেলেন।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবু সমবেদনা জানাচ্ছি। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com