বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ মতিউর রহমানের ২য় মৃত্যুবার্ষিকীতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মহাজীবন’ এর আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলামের মিরপুরস্থ বাসায় এক গত ৭ এপ্রিল বিকালে এক আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।মরহুম রহমান ছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমির সদস্য ও ৮০টি গ্রন্থ প্রণেতা। বহু মসজিদ, মাদরাসা ও ছাত্রাবাস প্রতিষ্ঠার মাধ্যমে তিনিসমাজকর্মে জড়িত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দার্শনিক আবু মহি মুসা। আলোচনায় অংশ নেন কবি ও গবেষক মোহাম্মদ নজরুল ইসলাম মিশা, এডভোকেট মোঃ গোলাম হাসনাইন, মোঃ জাহাঙ্গীর আলম বিপুল প্রমুখ।