শনিবার, ১১ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ট্যাব পেলেন ১৬৮ মেধাবী শিক্ষার্থী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল ২০২৩) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প-২০২১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২৮টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ১৬৮ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে ওই ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.হাফিজা জেসমিন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সারোয়ার আলমের সঞ্চালনায় ট্যাব বিতরনে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সারোয়ার আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com