সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার নিন্দা বিএফইউজে ও ডিইউজের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন এবং ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য হুমকি।
বিবৃতিতে নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কেউ সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু তার তোয়াক্কা না করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে। বিবৃতিতে গণমাধ্যমের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা ডিআরইউর: প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা ডিআরইউর: প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের ধমকাচ্ছেন এক যুবক। এরপর ওই যুবককে লাল কালি দিয়ে প্রথম আলোর লোগোর ওপর বারবার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। এ সময় ওই যুবককে ‘প্রথম আলো বয়কট’ বলতেও শোনা যায়। বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে। কিন্তু এভাবে একটি গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোয় ডিআরইউর অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন।
ডিআরইউর নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং প্রথম আলোর সাংবাদিকসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বিএফইউজে-ডিইউজে: প্রথম আলোর কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেছেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তোলে। প্রথম আলোর কোনো লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে, এখানে পেশিশক্তি দেখানোর কোনো সুযোগ নেই।’ বিবৃতিতে নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি প্রথম আলোর সাংবাদিক, সব স্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিবৃতিতে সই করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com