রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব

জাকাত আদায় না করার পরিণতি

আ স ম আল আমিন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ, জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে এবং সম্পদে বারাকাহ দান করে। আল্লাহ তায়ালার দেয়া সম্পদকে তাঁর পথে ব্যয় করার অন্যতম মাধ্যম জাকাত। জাকাত আদায় করার মধ্যে যে পরিমাণ সফলতা রয়েছে, আবার না আদায় করার মধেও রয়েছে খুবই ভয়াবহ শাস্তি। তা নি¤েœ তুলে ধরা হলো-
আগুন দিয়ে সেঁকা দেয়া হবে : আল্লাহ তায়ালা বলেন- ‘আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক এক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। সে দিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর ওইগুলো দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে, আর বলা হবে- এটি হচ্ছে ওটাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চয়ের স্বাদ গ্রহণ করো।’ (সূরা তাওবাহ : ৩৪-৩৫) হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত রাসূল সা: বলেছেন, ‘সোনা-রুপা (ও সম্পদের) মালিকদের মধ্যে যারা দরিদ্রদের হক (জাকাত) দেয় না তারা কিয়ামতের দিন ভয়ানক আজাব ভোগ করবে। তাদের জন্য আগুনের পাত তৈরি করে দোজখের আগুনে তা উত্তপ্ত করে তাদের দেহের দুই পাশে, কপালে ও পিঠে সেঁকা দেয়া হবে। সেঁকা দিতে দিতে যখন তা ঠা-া হয়ে যাবে, তখনই এটিকে আবার ওই দিন যে দিনটি দুনিয়ার ৫০ হাজার বছরের সমান সেই দীর্ঘ সময় (বারবার) উত্তাপ দিয়ে সেঁকা দিতে থাকবে বিচার ফায়সালার শেষ মুহূর্ত পর্যন্ত যখন সে জেনে যাবে সে কি জান্নাত নাকি জাহান্নামে যাবে।’ (সহিহ মুসলিম-৯৮৭)
আগুনের চুড়ি পরিয়ে দেয়া হবে : হাদিসে ইরশাদ হয়েছে- একবার রাসূল সা: এক মহিলার হাতে দু’টি স্বর্ণের চুড়ি দেখে এগুলোর দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলেন, তুমি কি এ স্বর্ণের চুড়ির জাকাত দাও? উত্তরে মহিলা বলল, না। তখন রাসূল সা: বললেন, এ দু’টির বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আগুনের দু’টি চুড়ি পরিয়ে দিলে তাতে কি তুমি খুশি হবে? এ কথাটি শোনামাত্রই ওই মহিলা চুড়ি দু’টি ফেলে দিলো, অতঃপর বলল, এ দুটো জিনিস আল্লাহ ও তাঁর রাসূলের জন্য (অর্থাৎ আল্লাহর পথে খরচের জন্য দিয়ে দিলেন) (আবু দাউদ-১৫৬৩)
ফেরেশতারা বদদোয়া করতে থাকে : হাদিসে ইরশাদ হয়েছে, রাসূল সা: বলেছেন, প্রতিদিন ভোর বেলায় একজন ফেরেশতা এই ভাষায় বদদোয়া করে যে, ‘হে আল্লাহ! দান থেকে বিরত থাকা ব্যক্তিকে ধ্বংস করে দিন; তাকে ক্ষতির মধ্যে ফেলে দিন।’ (সহিহ বুখারি-১৪৪২)। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। লেখক : কেন্দ্রীয় আহ্বায়ক, বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com