বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

বিআরবি হাসপাতালের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহের উদ্বোধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আজ ১৫ই এপ্রিল বিআরবি হাসপাতালের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ভোধন করেন বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃত এবং বিআরবি হাসপাতালে হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ আলী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিআরবি হাসপাতাল বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে। যা আজ ১৫শে এপ্রিল থেকে আগামী ২১শে এপ্রিল পর্যন্ত চলবে। উক্ত সেবা সপ্তাহ উপলক্ষে মাত্র ২০০ টাকা রেজিস্ট্রেশনে ডাক্তার দেখানো ফ্রি সাথে সকল ধরনের প্যাথলজি (ব্লাড, ইউরিন, স্টুল টেস্টসহ অন্যান্য প্যাথলজি টেস্টে) ৪০% এবং রেডিওলজিতে (এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, মেমোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি) ২৫% ডিসকাউন্ট প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্ণেল অব:), বাংলাদেশে রেনাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিজামউদ্দিন চৌধুরী, স্বনামধন্য নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন কর্ণেল হুসাইন ফারুখ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রধান নির্বাহি কর্মকর্তা, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিআরবি হাসপাতালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্সসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন এবং হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com