সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নে নবী উল্যাহ বাজার পরিদর্শন, জনসাধারণের সাথে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার বিকালে উদয়ন বিদ্যানিকেতনের মাঠে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদের রাজনৈতিক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, উদয়ন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিমাংশু চন্দ্র দাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান। উদয়ন বিদ্যানিকেতনের সহকারি আবদুল আলিম নোমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মফিজুর রহমান খোকন, চরমজলিশপুর জাতীয় পার্টির সভাপতি এম এ তাহের, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান সহ জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উদয়ন বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক মাওলানা ওসমান বিন জাফর।