বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

দাউদকান্দিতে বাজার ইজারা নেওয়ায় বীর মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন এর শহীদনগর বাজার ইজারা নেওয়ায় আব্দূল ওহাব ভূঁইয়া কমল নামে এক মুক্তিযোদ্ধার উপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শহীদনগর বাসস্টান্ড সংলগ্ন সুন্দলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামলার শিকার মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব ভূঁইয়া কমল অভিযোগ করেন, কিছু দিন আগে তিনি সরকারি নিয়ম মেনে শহিদনগর বাজার ইজারার জন্য দরপত্র জমা দিয়েছেন। এবং দরপত্রের নিয়ম অনুযায়ী তিনি শহীদ নগর বাজার ইজারা পান। কিন্তু ভাগলপুর গ্?ামের মুকুল ভূঁইয়া, নুরুজ্জামান বসর রনি ও মহিউদ্দিন বসর জনি নামে সন্ত্রাসীরা প্রথম থেকেই অবৈধ প্রভাব খাটিয়ে বাজার ইজারা নিতে মরিয়া হয়ে ওঠে। চক্রটি বাজার ইজারা নিতে না পেরে আমাকে (মুক্তিযোদ্ধা কমল) হুমকি ধামকি দিতে থাকে। অভিযোগকারী জানান মুকুল, রনি ও জনি ১৪ এপ্রিল রাতে ভাগলপুর গ্?ামে আমার নিজ বাড়ির সামনে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর আক্রমন করে। এ সময় আরিফ,নাজমুল গাফফার এসে আমাকে উদ্বার করলে আমি প্রানে রক্ষা পাই। তিনি জানান,এর আগেও এ সন্ত্রাসী চক্রটি বিভিন্ন সময় আমাকে নাজেহাল করেছে। এমনকি তারা আমার স্ত্রীকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়। আমার কোন ছেলে সন্তান নেই ,দুইটি মেয়ে তাদের বিয়ে দিয়ে দিয়েছি। আমরা স্বামী-স্ত্রী বাড়িতে একা থাকি। এমতাবস্থায় আমাদের প্রাণ ভয়ে থাকতে হয়। আমি সন্ত্রাসী মুকুল রনি, জনিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভূঁইয়া এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। এইমাত্র বিষয়টি অবহিত হয়েছেন তিনি। অভিযোগ পেলে বীর মুক্তিযোদ্ধাকে আইনি সহায়তা দেওয়া হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মকবুল মেম্বার, আরিফুল ইসলাম ভূঁইয়া ও বদরুল আলম প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com