শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

নিউ সুপার মার্কেটে আগুন: ১৫০০ দোকান ক্ষতিগ্রস্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

গতকাল শনিবারের অগ্নিকাণ্ডে রাজধানীর নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে অগ্নিকা-ের ঘটনায় ১৫শ’ দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কেটের চারপাশ ঘিরে চলছে ব্যবসায়ীদের হাহাকার।
মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। প্রচ- ধোঁয়ায় এখন ঢুকতে পারছেন না। তার দোকানে আগুন না লাগলেও পানিতে ভিজে মালামাল নষ্ট হচ্ছে। দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছেন তিনি।
রুবেল বলেন, ‘আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আমি দোকানটা খুলতে পেরেছি। কিছু মাল বের করেছি। আমার গোউডানে ৪০ লাখ টাকার মাল রয়েছে। গোউডানের দরজার কাছেও যেতে পারিনি। আমার সব শেষ হয়ে যাচ্ছে।’
ওই মার্কেটের নিচ তলায় সিঁড়িতে চৌকি বসিয়ে শিশুদের কাপড় বিক্রি করেন মো. মুজিবুর রহমান। পানিতে ভিজে তার সব মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘মার্কেটে ১৫শ’র ওপরে দোকান আছে। সবই ক্ষতিগ্রস্ত হবে। সামনে ঈদ। এমন সময় আমাদের ওপর এতো বড় বিপদ এলো।’ এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আগুন নেভেতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র‌্যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com