ডেমরায় জাতীয়তাবাদি দল বিএনপির উদ্যোগে গতকাল একটি কমিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি : জনাব আলহাজ্ব সালাহ্উদ্দিন আহম্মেদ, বাণিজ্যক বিষয়ক সম্পাদক বিএনপি,ও সাবেক সংসদ সদস্য, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আদম সন্তানের প্রতিটি কাজই দশগুণ থেকে সাতশত গুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা ছাড়া। কেননা তা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেবো। সে আমার সন্তুষ্টির জন্য কামাচার ও পানাহার পরিত্যাগ করে। রোজা পালনকারীর জন্য রয়েছে দুটি খুশী যা তাঁকে খুশী করে। যখন সে ইফতার করে, সে খুশী হয় এবং যখন সে তাঁর রবের সাথে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। রোজা পালনকারীর মুখের (না খাওয়াজনিত) ঘ্রাণ আল্লাহর কাছে মিসকের ঘ্রাণের চেয়েও উত্তম।
বিশেষ অতিথি, জনাব আলহাজ্ব তানভির আহমেদ রবিন, যুগ্নআহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, হাজী মোঃ হযরত আলী, সাবেক সারুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি, সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ডেমরা থানা বিএনপি সদস্য সচিব, সার্বিক সহযোগিতায়, মুরুজ্জামান রাজা, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আশা, বাদশা মিয়া ও আব্দুল বারেক, আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।