চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঢ্য অনুষ্ঠান মালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দু,দিন ব্যাপী বাংলা নববর্ষ বরণ ও বিদায় অনুষ্ঠান। হারুয়ালছড়ি বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ বরণ ও বিদায় উপলক্ষে আয়োজন করা হয় দু’দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার । বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও গৃহবধুদের অংশগ্রহনে আকর্ষনীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। হারুয়ালছড়ি ইউনিয়নের বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও এলাকার নানা ধর্মের মানুষ বর্ষ বরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। হারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজন করা হয় বর্ষ বরণ অনুষ্ঠানের। বর্ষবরণ অনুষ্ঠানের সমাপনি দিনে বক্তারা বলেন, প্রায় শত বছরের ঐতিহ্য হারুয়ালছড়ি জেতবন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদ এতদঞ্চলের সাম্প্রদায?িক সম্প্রীতির এক অন্যন্য দৃষ্টান্ত। এখানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃাতি চর্চাও পাশাপাশি সামাজিক জীবনমান উন্নয়নের কাজ করা হয়। বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কনক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ পরিষদ নেতা লায়ন সুকান্ত বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পবিত্র বড়ুয়া, সুনীল কান্তি বড়ুয়া, রিপন বড়ুয়া, অতিন্দ্র বড়ুয়া, সাগড় মুৎসুদ্দি রক্তিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বর্ষবরণ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।