বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

গাসিক নির্বাচনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মামুন মন্ডল

বশির আলম (টঙ্গী) গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র থেকে হেভি ওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন, যিনি বারবার দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর, বিপ্লবী জননেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল, এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে, এখানে বিএনপির কোন প্রার্থী না থাকায় নির্বাচন উৎসবমুখর প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সুষ্ঠুনির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত নগরপিতা নির্বাচিত করার সুযোগ করে দিতে, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৫ শে মে নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন হেভী ওয়েট এই প্রার্থী । গত রোববার মহানগরীর প্রায় চার হাজার লোকের ইফতার মাহফিলে তিনি আনুষ্ঠানিক এই ঘোষণা দেন, প্রার্থীর নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন, গাজীপুর মহানগরের সব মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে তিনি দলমতের ভেদাভেদ করেন না। স্কুল, কলেজ, মাদরাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছেন। দলীয় সমর্থন সম্পর্কে তারা বলেন, ইতোমধ্যে আব্দুল্লাহ আল মামুন মন্ডল এর পক্ষে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীদের একটি অংশ তার পক্ষে কাজ করছে বলে জানা গেছে। এছাড়া সাধারণ ভোটারদের মাঝেও তাকে ঘিরে ব্যাপক উদ্দিপনা দেখে গেছে। তারা সবাই একযোগে বিপ্লবী নেতা আব্দুল্লাহ আল মামুন ম-লকে গাজীপুর সিটির একজন খাদেম হিসেবে দেখতে চায়।স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল খবরপত্রকে জানান , আমি দীর্ঘদিন যাবত এই নগরীর মানুষের সেবা করে আসছি, আমার প্রতি দলমত নির্বিশেষে সাধারণ জনগণের একটি দাবি-আমি যেন মেয়র পদে নির্বাচন করি, তাই আমি প্রার্থী হয়েছি। জনগণ যেভাবে আমার প্রতি আন্তরিক, আল্লাহর রহমতে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। ’অপরদিকে গত ১৫ই এপ্রিল নৌকার মনোনয়ন গাজীপুর সিটি কর্পোরেশন এডভোকেট আজমত উল্লাহ খানকে মনোনীত করায় নগরীর ৫৭টি ওয়ার্ডের মধ্য দুই একটি ওয়ার্ডে তার সমর্থনে ক্ষুদ্র আকারে কিছু মিছিল হতে দেখা গিয়েছে তবে সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com