বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সদরপুরে তীব্র দাবদাহে পাট চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় চিন্তিত কৃষক

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পাট চাষের জন্য বিখ্যাত ফরিদপুরের সদরপুর উপজেলা। কিন্তু চলমান তীব্র্র দাবদাহের কারনে পাট চাষীরা পড়েছেন চরম বিপাকে। অনাবৃষ্টি, রাসায়নিক সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে এ বছর পাট উৎপাদনের ব্যয় নিয়ে বেশ চিন্তিত কৃষকরা। এসব কারনে চলতি মওসুমে পাটের কাঙ্খিত ফলন পাবেন না এমনটাই আশঙ্কা করছেন অনেকে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাট চাষী রাসেল খান বলেন, এ বছর প্রতিকুল আবহাওয়ার কারণে উৎপাদন খরচ অনেক বাড়বে। এক বিঘা জমিতে ১ বার সেচ করাতে প্রায় ২ হাজার টাকা খরচ হয়। সার, ঔষধ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘা জমিতে পাট উৎপাদন করতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হবে। উপজেলার ভাষানচর ইউনিয়নের চাষী সালাউদ্দিন জানান, ভ্যাপসা গরমে পাটে বিভিন্ন ধরনের পোঁকার সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে পাট চাষে সেচের পাশাপাশি পোঁকা দমনে আমাদের কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। দাবদাহের ফলে এবার ফলনও কম হবে বলে ধারণা করছি। অন্যান্য বছর বিঘায় ১৭-১৮ মন পাটের ফলন হলেও এ বছর ১৩-১৫ মনের বেশি হবে বলে মনে হচ্ছে না। ভ্যাপসা গরম পাট চাষে কি ধরনে প্রভাব ফেলতে পারে এমন প্রশ্নের জবাবে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মাদ ইসলাম শরীফ বলেন, এই গরমে পাটের নানা ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে পাটে লেদা ও চেলে পোঁকার সংক্রমণ, পাতা ঝরা ও পাতায় ফোসকা পড়া অন্যতম কারণ। তবে চিন্তিত হওয়ার দরকার নেই, পরিমাণ মতো কীটনাশক ও সেচ দিলে এ সমস্যা সমাধান হবে। উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়ের সাথে কথা হলে তিনি জানান, এ বছর সদরপুর উপজেলায় মোট ৬হাজার ৫শত ২৮হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় ফলন কিছুটা কম হতে পারে। এখনো পাটে তেমন কোন রোগ দেখা নেয়নি। থাকলে কৃষকরা লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com