পবিত্র মাহে রমজান উপলক্ষে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম মিলিটারীর উদ্যোগে আন্ত ওয়ার্ড কেরাত ও আজান প্রতিযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিন ব্যাপী আবুগঞ্জ বাজার জামে মসজিদ মাঠে এ প্রতি?যোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৯টি ওয়ার্ড থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অভিজ্ঞ মাওলানা বিচারক মন্ডলীরা দ্বারা প্রতিযোগিতা অংশ গ্রহনকারীদের মধ্যে থেকে উত্তীর্ণ নির্ণয় করা হয়। শেষে কেরাত ও আজান প্রতিযোগিতার চুড়ান্ত উত্তীর্ণ প্রতিযোগীদেরকে প্রত্যেককে পুরুস্কার দেয়া হয়। চূড়ান্তভাবে বিজয়ী হাফেজ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন আখন,উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী নুরুল ইসলাম ভিপি,প্রেসক্লাব সেক্রেটারী অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,মাওলানা আনাস সহ অতিথি বৃন্দরা। উদ্যোক্তা চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী বলেন বহু বছরের স্বপ্ন আসলামপুর ইউনিয়নের সকল আলেম ওলামাগন এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দিপনা বাড়ানোর জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। যেমনি ভাবে তাকরিম কোরআন প্রতিযোগিতা পাষ্ট হয়ে বাংলাদেশের গর্ব অর্জন করেছে তেমনি আমার ইউনিয়নে কেরাত ও আজান প্রতিযোগিতা চালু করে দিয়ে গেলাম। এখন সবাই ভালোভাবে নিজে নিজেকে তৈরি করতে শিখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদিন আখন বলেন, এই প্রথম এরকম প্রতিযোগিতা অংশ গ্রহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর যিনি আয়োজন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং চরফ্যাসন মনপুরার রুপকার জননেতা আলহাজ্ব আবদ্যাহ আল ইসলাম জ্যাকব এম,পি মহোদয় ওমরা হজ্ব পালনে সৌদি আছেন তিনি আবুল কাসেম মেলেটারীর মহতী উদ্দেগ্যে সাধুবাদ জানান।