রবিবার, ১২ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

ঈদে যানজট নিরসনে ব্যাপক প্রস্তুতি রয়েছে- সড়ক পরিবহন সচিব আমিন উল্লাহ নুরী

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষনিক অপসারনের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি ব্যাপক। আশা করি এ বছর মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন যানজট হবে না। বুধবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চলমান কার্যক্রম ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করন কার্যক্রম পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘœ করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, তত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com