রবিবার, ১২ মে ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

কক্সবাজার শহরে সড়ক দখল করে ছাদ নির্মাণের অভিযোগ

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় মোজাফফর আহমদ সড়কের উপর করে ছাদ নির্মানের গুরুতর অভিযোগ উঠেছে। উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন প্রকার অনুমতি ছাড়া এ বিল্ডিং এবং ছাদ নির্মান করা হয়েছে বলে জানান স্থানীয়রা।এতে এলাকার লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবলের দক্ষিণ পার্শ্বে চৌধুরী পাড়া এলাকার মোজাফফর আহমদ সড়ক দখল করে মমতাজ কলোনিতে স্থানীয় ছুরুত আলমের পুত্র জাহাঙ্গীর আলম সম্প্রতি বাড়ি নির্মাণ করে। বাড়ির ছাদ নির্মান করা হয় মোজাফফর আহমদ সড়কের উপর। কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী বহুতল ভবন নির্মাণ করতে সড়কে নির্দিষ্ট দূরত্ব রেখে ভবন নির্মাণ করতে হয়।নিয়ম বহির্ভূতভাবে কোন ধরনের দুরত্ব না রেখে সড়কের ঘেঁষে ভবন নির্মাণ ও সড়কের উপর ছাদ নির্মান করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী জসিম, হুমায়ূন, ব্যবসায়ী আমিনুল ইসলাম সহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, চলাচলের রাস্তা দখল করে ছাদ নির্মান করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ উঠা প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী সাবিনা আক্তারের সাথে মোবাইলে কথা হলে সড়কের উপর ছাদ নির্মানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজ চলমান অবস্থায় কেউ বলেননি। এখন সবাই অভিযোগ করতেছে। সৌদি আরবে স্বামীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় কাউন্সিলর শাহাব উদ্দিনের সাথে কথা হলে জানান, সড়কের উপর কোন বিল্ডিং বা ছাদ নির্মান করা যাবে না। জনগণ বাড়ছে রাস্তা বা সড়ক বৃদ্ধি পাচ্ছে না। সড়কের উপর নির্মিত এ ছাদ ভেঙে ফেলা হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল আবছারের মোবাইলে বার বার রিং দিয়ে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এলাকাবাসী জনস্বার্থে সড়কের উপর নির্মিত ছাদ ভেঙে দেয়ার জোর দাবী জানান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com