সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
“রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী সাহিত্য আড্ডা-কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের সেই মিমির পাশে তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহেল চকরিয়ায় বখাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর পর মারা গেল আহত শ্বাশুড়িও জগন্নাথপুরে বৃত্তি বিতরণে মানব কল্যাণমূলক শিক্ষা ধারায় কোনো বিভাজন নেই- অধ্যাপক ফরিদ আহমদ রেজা ঘরে চাল নেই জ্বলে না চুলা উল্লাপাড়ার ৬০ বছরের বৃদ্ধা জমিলা খাতুনের মানবেতর জীবন-যাপন ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে জটিল রোগ, চিকিৎসক বললেন রোগ ভ্যানিশ মোংলা পোর্ট পৌরসভায় ব্র্যাক’র শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা অবহিতকরণ ও হস্তান্তর টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন বরিশালের আগৈলঝাড়া গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২৪-২০২৫ অনুষ্ঠিত জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজ বাংলাদেশে ভোটের অধিকার ফেরত এনেছে-মোস্তাফিজুর রহমান বাবুল

তৌহিদুল ইসলামের প্লেব্যাকে অভিষেক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ঈদে ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশ হয়েছে। আর এ সিনেমায় ‘আমার সাথে চলরে তুই’ শিরোনামে একটি গানের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী তৌহিদুল ইসলাম। ‘আমার সাথে চলরে তুই’ শিরোনামের সালাউদ্দিন সাগরের লেখা রোমান্টিক গানটিতে তৌহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠদিয়েছেন শিল্পী মৌমিতা তাসরিন নদী। গানটির সুর করেছেন এফ এ প্রিতম। সংগীত আয়োজনে এ এন ফরহাদ।

গানটি প্রসঙ্গে তৌহিদুল ইসলাম বলেন- ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে আমার অভিষেক হলেও জাজ মাল্টিমিডায়ার সিনেমার একটি গান ও পরিচালক ইকবাল হোসেনের আরেকটি সিনেমায় অন্য একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। ‘কিল হিম’ সিনেমায় এ রোমান্টিক গানটি সবার ভালো লাগবে। আমি পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এখন থেকে সুযোগ পেলে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।
সুরকার এফ এ প্রিতম বলেন, এই গানটি যতন করে গেয়েছেন তৌহিদুল ভাই। তার গায়কী সবার পছন্দ হবে। এ গানটির মাধ্যমে বাংলা সিনেমায় নতুন একজন প্লেব্যাক শিল্পী পেতে যাচ্ছে। তার গানের দিয়ে চলচ্চিত্রের সংগীতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আমি করছি। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, সম্প্র্ণূ নতুন ও ভিন্ন গল্পে নির্মীত এবারের ঈদে এটি একটি অন্যন্য সিনেমা হবে ‘কিল হিম’। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমাটি এরই মধ্যে বেশ আলোচনা ও সমালোচনায় উত্তাপ ছড়াচ্ছে। তৌহিদের এ গানটি আমার সিনেমায় অনন্যমাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি। গানটির কথা, সুর ও গায়কীতে শ্রোতারা মুগ্ধ হবেন।
তৌহিদুল ইসলাম শৈশব থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি এ সংগীতশিল্পীর। কিন্তু পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত গান করা কিছুটা থমকে যায়। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
উল্লেখ্য, ‘কিল হিম’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজের প্রোডাকশন হাউজের বাইরে অভিনয় করছেন অনন্ত জলিল। সিনেমাটি নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com