সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
কয়রায় উপকুলের মানুষ নানান প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করেই বেঁচে থাকে কাপাসিয়ায় ৫০ জন সহকারী শিক্ষকের যোগদান : ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইসলামী যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

মোংলা পোর্ট পৌরসভায় ব্র্যাক’র শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা অবহিতকরণ ও হস্তান্তর

ইলিয়াস হোসেন (মোংলা) বাগেরহাট
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি লেড অ্যাডাপটেশন (এলএলএ)” প্রকল্প “শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা অবহিতকরণ ও হস্তান্তর” সভার আয়োজন করেছেন। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফিয়া শারমিনসহ পৌরসভা এবং উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রকল্পের উপদেষ্টাসহ বিভিন্ন এনজিও কর্মীরা। এছাড়াও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার ফারহাদসহ প্রজেক্ট টিমের সদস্য, মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ড ও কমিউনিটির বিভিন্ন স্টেকহোল্ডাররাও উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কর্মকর্তারা মোংলার স্থানীয় নেতৃত্বের মাধ্যমে প্রস্তুতকৃত শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা (ঞঈঅচ) এবং প্রকল্পের সকল কার্যক্রম সকলের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি পরিকল্পনা থেকে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পৌরসভার বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। ইতোপূর্বে ২০২৪ সালের মার্চ মাসে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিতিতে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র প্রজেক্ট কোঅরডিনেটর শাহরিয়ার ফারহাদ বলেন, মোংলা পোর্ট মিউনিসিপালিটি শুধু এই প্রজেক্টের জন্যই নয় বরং বাংলাদেশে লোকালি লিড এডাপ্টেশন কীভাবে সতিযকারর্থেই বাস্তবায়ন সম্ভব, কীভাবে একটি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন একত্রিত হয়ে একটি অভিযোজন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করতে পারে তার একটি উদাহরণ। দেশের অন্যান্য উপকূলীয় শহর শুধু নয় বিদেশেও এই উদাহরণ সমাদৃত হয়েছে এবং এই মডেলের অনুসরণ করে অভিযোজন প্ল্যান তৈরি করছে। এছাড়াও উপস্থিত স্টেকহোল্ডাররা শহর জলবায়ু অভিযোজন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত আলোচনা করেন এবং পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে মোংলা পোর্ট পৌরসভার জলবায়ু অভিযোজন পরিকল্পনা গৃহীত হয় এবং পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পৌরসভার পক্ষ থেকে আফিয়া শারমিন (উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক) এবং মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা পরিকল্পনাটি গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com