বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ফরিদ আহমদ রেজা বলেছেন, মানব কল্যাণ মূলক শিক্ষা ধারায় কোনো বিভাজন নেই। অনেক অমুসলিমও শিক্ষার মাধ্যমে মানব কল্যাণে অবদান রেখেছেন। শনিবার (১ ফেব্রুয়ারী) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ, হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে ও মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এডভোকেট মোঃ আব্দুর রহমান, লন্ডনে সাপ্তাহিক সুরমা পত্রিকার এডিটর বিশিষ্ট কবি ও ছড়াকার কবি আহমদ ময়েজ, ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট কবি ও ছড়াকার সৈয়দ ওবায়দুল হল, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি সৈয়দ শাহনূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির, বৃত্তি প্রাপ্ত ছাত্রী ঈশিতা দাশ (রাখী) ও মিথিলা দাস। মেধাবৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অধিকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা দাস (আখি), আলীয়া মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী মোছা. নূরুন্নেছা এবং কওমি মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুর রকিবকে ক্রেস্ট, সনদ ও দুই হাজার নগদ অর্থ প্রদান করা হয়। তাছাড়া তিন স্থরের প্রতিষ্ঠানে ২য় স্থান অধিকারীদের সনদ ও নগদ এক হাজার পাঁচশত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত আরও ২৮ জনকে সনদ ও এক হাজার টাকা করে মোট ৩৪ জনকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ ওযায়রুল হক, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহখান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা সৈয়দ মনোয়ার, সৈয়দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, ট্রাস্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এডিএম ফখর উদ্দিন, হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদরাসা সুপার মাওলানা ইকবাল চৌধুরী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান, শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ, শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, পীরেরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, শিক্ষক মিন্টু রঞ্জন দাশ, শিক্ষক নাজমুল হুদা, মোঃ নূরুল হক সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।