গতকাল শনিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা ইউএসএ বেজ আন্তর্জাতিক সংস্থার আয়োজনে কিশোর ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পোস্ট অফিস মাঠ চত্বরে উক্ত ফাইনাল খেলায় সজিদ-সিমান্ত বনাম পারভেজ-জুনাইদ টিম অংশগ্রহণ করে। এতে সজিদ-সিমান্ত টিম ০২-০১ গেমে ট্যাম্পিয়ান হয়। খেলাটি পরিচালনা করেন, আইএনজিও কর্মকর্তা আশরাফুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে ট্রফি সহ পুরস্কার বিতরণ করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এমদাদুল হক মন্ডল, উপজেলা পোস্ট মাস্টার সামসুন নাহার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কে.এম বেলাল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই খেলায় মোট ১৬টি টিম অংশগ্রহণ করে।