বুধবার, ০৫ জুন ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

সরকার আরো লুটপাট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে-শামা ওবায়েদ ইসলাম রিংকু

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বর্তমান সরকার দেশের টাকা লুটপাট করে ফকির করে দিয়েছে। এর আরো টাকা লুটপাট করতে দেশে সারের দামসহ বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কৃষকের ফসলের সঠিক দাম দিচ্ছেনা। দেশের কৃষককে পথে বসতে শুরু করেছে। তিনি বুধবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় ইফতার মাহফিলের পূর্ববতী আলোচনা সভায় এ সব কথা বলেন। লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে এ ইফতার মাহফিলের আয়োজন করে লস্করদিয়া ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জাজরিছ মাতুব্বরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার সহ স্থানীয় নেতাকর্মীরা। শামা ওবায়েদ এর আগে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফের বাড়ীতে যান এবং তসর পরিবারের খোঁজ খবর নেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার পরিবারের হাতে তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com