রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

দুই শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলেন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

দাউদকান্দি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক-স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধীক সুবিধাভোগী মানুষের হাতে ঈদ উপহার হিসেবে জাকাত ফান্ডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা ও এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের অর্থ দেয়া হয়। বিটেশ্বর ইউনিয়নের যে সকল গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয় সে গ্রাম গুলো হলো, কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা, নোয়াপাড়া, মাদলা ও নোয়াগাঁও গ্রাম। ঈদ শুভেচ্ছা অর্থবিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলমএর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান) এর সঞ্চালনায় উপস্থিত ছিলো, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী, মাওলানা মজিবুর রহমান শিকদার। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো, শরীফ আখন্দ, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, নাছির উদ্দিন, হোসাইন জাকির, রাশেদুল ইসলাম, মাছুম প্রধান, আল-আমিন তালুকদার, ইয়াসিন প্রধান রাহাত ও সাব্বির আহাম্মেদ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com