আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। রাজধানীর জাতীয় ঈদগাহসহ সারাদেশের ঈদ জামাতের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শাওয়াল মাস ও ঈদুল ফিতর নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা ঈদুল ফিতরের জামাত পূর্ব বয়ানে রমজানের পর বাকি এগারো মাস কিভাবে ইবাদত বন্দেগীতে কাটাতে হবে তার গুরুত্ব তুলে ধরবেন। ঈদগাহ ও মসজিদে মসজিদে মহান আল্লাহর অশেষ নৈকট্য হাসিল, গুনা মাফ জান্নাত লাভ দেশ জাতির উন্নতি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। গতকাল বাদ এশা ও আজ বাদ ফজর সারাদেশের মসজিদগুলো থেকে মাইকে থেমে থেমে ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি ঘোষিত হয়েছে। আর রাজধানীসহ দেশের অন্যান্য শপিংমল, মার্কেট, ফুটপাতে গভীর রাত পর্যন্ত চলেছে কেনাকাটা। এত কিছুর মাঝেও মুসলিম বিশ্বের ন্যায় ফিলিস্তিনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের মানুষ। কারণ মাহে রমজানের প্রায় প্রতি শুক্রবার ছাড়াও অধিকাংশ দিন আল-আকসায় ইসরাইলি বাহিনী মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এতে শত শত ফিলিস্তিনি আহত এবং অনেকেই গ্রেফতার হয়েছেন। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আর জাতীয় দৈনিক পত্রিকাগুলো ঈদ সংখ্যা ছাড়াও বিশেষ ক্রোড়পত্র বের করেছে। সরকারি ও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
ঈদ মানেই পরম আনন্দ। ঈদ মানেই নতুন জামাকাপড়। ঈদ মানে আত্মীয়-স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডা। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ। ঈদ মানে ভোগান্তিকে সঙ্গী করে নাড়ির টানে গ্রামের বাড়িতে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্রিত হওয়া।
ঈদের নামাজ একটি বড় উৎসব। এদিন ছেলে, বুড়ো, পাড়া-প্রতিবেশী সবাই দল বেঁধে ঈদের নামাজ পড়তে ঈদগাহে যান। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন, মুয়ানাকা করেন। সকল ভেদাভেদ ভুলে হাতে হাতে রাখার দৃঢ় প্রত্যয় নেন। ঈদ সামনে রেখে লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটা, দূরপাল্লার বাসে টিকিট কাটার জন্য এবার ছিল চরম হুড়োহুড়ি। লঞ্চ , যাত্রীবাহী বাস ও ট্রেনের ছাদভর্তি মানুষ চিরাচরিত সেই দৃশ্য এবার চোখে পড়েছে। ঈদযাত্রায় মহাসড়কেও ভয়াবহ যানজটের ভোগান্তির শিকার হতে হয়েছে। পর্যটকদের স্বাগত জানাতে দেশের পর্যটন কেন্দ্রগুলো ও রিসোর্টগুলোকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। অনেকেই ঈদের ছুটিতে সাগর-পাহাড় বা কাছাকাছি কোনো পর্যটন কেন্দ্রে নিজেদের মতো সময় কাটানোর উদ্যোগ নিয়েছে। ছেলে-মেয়ে নিয়ে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে যাবার সুযোগ পাচ্ছেন।
পূর্ণমাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমান জাতির প্রতি মহান আল্লাহ তায়ালার এক বিরাট নিয়ামত। এই উৎসবেই ধনী-গরিব, শত্রু-মিত্র সবাই ভালোবাসা-মমতার বাহুডোরে অনাবিল আনন্দ-উৎসবে মিলেমিশে যায়। কবি নজরুলের ভাষায়, ‘আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,/তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।/ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ আমাদের সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা; ঈদ মোবারক।