বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

৬৪ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ২: ৭ জনের লাশ দাফন

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

কক্সবাজারে ট্রলারে ভর্তি ১০ লাশ

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায? মাতারবাড়ির ট্রলার মালিক বাইট্টা কামাল ও ট্রলার মাঝি করিম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ট্রলার মালিক সামশুল আলম প্রকাশ সামশু মাঝির স্ত্রী রোকেয?া বেগম বাদী হয?ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর থানায? মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকান্ড়ের ঘটনায় ৬৪ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এবং মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি জানান, এজাহারে ৪ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামী মাতারবাড়ির এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও ৪ নম্বর আসামী ট্রলার মাঝি করিম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি জানান, আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। প্রসঙ্গত, গত রবিবার বঙ্গোপসাগরে ডুবন্ত একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে তিনজনের হাত-পা বাঁধা ছিল, আরেকজনের মাথা ছিল শরীর থেকে বিচ্ছিন্ন।
সাগরে ডুবে যাওয়া ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়লে পরে ওই ট্রলারটির জেলেরা ডুবো ট্রলারটিকে রশি দিয়ে টেনে গত রবিবার দুপুরে শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে নিয়ে আসে। এসময় ট্রলারটিতে মরদেহ থাকার বিষয়টি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম(২৩), শাপলাপুর ইউনিয়নের মিটাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম(১৮), জাফর আলমের ছেলে শওকত উল্লাহ(১৮), মুসা আলীর ছেলে ওসমান গনি(১৭), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ(২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ(১৪), মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির(২৮), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম(৩৪), শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান(৩৫) ও চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া(২৫)। তবে নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের মরদেহ শনাক্ত করেছেন তাদের স্বজনরা। শনাক্ত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের পর গত সোমবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়। পুলিশ বাকী চারটি মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে। তবে প্রাথমিকভাবে এ ৪ জনকে শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম(১৮), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ(২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ(১৪), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম(৩৪) বলে স্বজনরা দাবি করেছেন। আইনী প্রক্রিয়া শেষে ৬ জনের লাশ দাফনঃ হস্তান্তর হওয়া মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝি, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের জাফর আলমের ছেলে সওকত উল্লাহ, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মুসা আলীর ছেলে গণি ওসমান, একই ইউনিয়নের মোহাম্মদ হোসানের ছেলে নুরুল কবিরের মরদেহ নামাজে জানাজা শেষে স্ব স্ব এলাকায় দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com