প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, আগামী ২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। কারণ উন্নত বিশ্বের দেশগুলো তো এরই মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত হয়েছে। এমনকি অনেক উন্নয়নশীল দেশও স্মার্ট দেশে রূপান্তরের পথে অনেক দূর এগিয়ে গেছে। তাই দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে অনেকটাই উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারটি মূলভিত্তি নির্ধারণ করা হয়েছে এবং এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার সুযোগকে সকলের কাছে সমানভাবে পৌঁছে দিয়েছেন। তিনি বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছেন, বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি দিচ্ছেন, নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছেন। এর ফলে জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ আরও অবারিত হয়েছে। আপনাদের সকল এই সুযোগকে কাজে লাগাতে হবে। সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে এস.এস.সি ২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সভাপতি এবং সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্ত ও আকাম উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, সহ প্রচার সম্পাদক নঈমুল ইসলাম চৌধুরী হারুন, রুপ কুমার নন্দী খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান খোকন, মোহাম্মদ ইউনুছ, শাহ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তাজ উদ্দীন বেলাল, রুপম দাশ, মোহাম্মদ হারুন, শিক্ষক প্রতিনিধি লাভলী তালুকদার, রুমানা আক্তার, মাহফুজা বেগম, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এন নুর রুবেল, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, মিজানুর রহমান জয়, সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি এইচ কে মামুন, হাবিবুর রহমান প্রমুখ। পূর্বাহ্নে সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি জাফর আহমদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।