কুমিল্লার দেবিদ্বারে ৭০ শতাংশ বোরো ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছে দেবিদ্বার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকাল ৯টার থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চাপানগর ও বিজলিপাঞ্জার এলাকার তিন কৃষকের জমির পাকা ধান কেটে মাড়াই করে তাদের ঘরে তুলে দেন তাঁরা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্ব ধান কাটায় অংশ নেয় অর্ধশত নেতা কর্মী। সংগঠনটি নেতা কর্মীরা জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়। কড়া রোদে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষক কামাল হোসেন, ফিরোজ মিয়া, ইদ্রিস মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা বলেন, প্রখর রোদে শ্রমিকরা ধান কাটতে আসতে চান না, আসলেও তাদের দ্বিগুন পারিশ্রমিক দিতে হয়। এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ দেখি স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা ধান ক্ষেতে এসে এক দেড়ঘন্টার মধ্যে সব পাকা ধান কেটে মাড়াই করে বস্তায় ভরে বাড়িতে দিয়ে এসেছে। আমরা সত্যি তাদের এমন কাজ দেখে মুগ্ধ। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, সারা দেশে তীব্র গরম, ঝড়-বৃষ্টিসহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুপ্রেরণায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, দেবিদ্বার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ মহতি কাজ অব্যাহত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ধান কাটায় অংশ নেয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা , সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান সজিব, কাউছার হোসেন মোল্লা, কাজী বাবু, পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাছির মোল্লা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল আমিন, সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইউনুছ বাহাদুর, রসুলপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আনিছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগে নেতা মো. ঈমন, সাহাবুদ্দিন, আলআমিন, জয়নাল, নুর নবী, শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।