শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

কত টাকায় নিলাম হবে প্রিয়াঙ্কার গলার হীরার হার?

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

বর্তমান সময়ের ফ্যাশন ভুবনের লোকদের সবচেয়ে বড় আয়োজন মেট গালা। মে মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনে অনুষ্ঠিত হলো এ মেট গালা। বিশ্বের প্রথম সারির সব তারকা আসেন এ অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা চোপড়া ভারতের প্রথম তারকা, যিনি এ অনুষ্ঠানে ডাক পেয়েছেন। তারপর দুবার আমন্ত্রণ পান দীপিকা পাড়ুকোন। এবার মেট গালায় অভিষেক ঘটলো আলিয়া ভাটের। মেট গালার লাল গালিচায় প্রিয়াঙ্কা ও আলিয়া, ভারতের দুই তারকার সাজই নজর কেড়েছে আলোকচিত্রীদের।
আলিয়ার মুক্তা বসানো গাউনে যেমন চমক রয়েছে, তেমনি নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হীরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলগেরিয়ান হীরার এ হার। কত টাকায় এটি বিক্রি হবে, তা শুনলে অবাক হতে হবে।
শিকলের মতো নকশা, ছোট ছোট হীরা দিয়ে তৈরি এ হার। মাঝে বড় লকেট প্রায় ১১ ক্যারেটের হীরা দিয়ে তৈরি এ হারের মূল্য প্রায় ২০৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি টাকা। তবে অভিনেত্রীর পরনে ছিল নামি পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন। প্রতিবারের মতো মেট গালার মে প্রিয়াঙ্কাকে দেখা গেছে স্বামী নিক জোনাসের সঙ্গে।
এ মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যস্ত তারকা প্রিয়াঙ্কা। একের পর এক শুটিং, আসন্ন সিরিজ়ের প্রচার। পাশাপাশি বছরখানেকের মেয়ে ও সংসার সামলানো। সবটাই বেশ পাকা হাতে সামলাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন ‘দেশি গার্ল’।
হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজের মুখ্য চরিত্রেও তিনি। ‘সিটাডেল’ সিরিজে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। তার সঙ্গে এক ফ্রেমে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোন্স’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। এক কথায়, সাফল্যের শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা। তথ্যসূত্র: আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com