সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সুপেয় পানির সংকট তীব্রতর হচ্ছে

আজহার মাহমুদ :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

জলবায়ু পরিবর্তনের ফলে আশঙ্কাজনক হারে সুপেয় পানির স্তর দিনের পর দিন নিচে নেমে যাচ্ছে। পৃথিবীব্যাপী জেঁকে বসা এই সমস্যা বাংলাদেশেও মারাত্মক আকার ধারণ করবে অচিরেই। ইতিমধ্যে তার কিছু লক্ষণও দেখা গেছে। আগামী দিনে এই সংকট বাংলাদেশের জন্য ‘অশনি সংকেত’।
বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এ দেশে প্রচুর সুপেয় পানির উৎস রয়েছে। তবে এসব উৎস ক্রমাগত দূষিত হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় ঘটছে। এমন কি এর ফলে ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানির উৎস উভয়ই নানাভাবে দূষিত ও বিষাক্ত হচ্ছে। ট্রেস ধাতু, কলিফর্মের পাশাপাশি অন্যান্য জৈব ও অজৈব দূষকের মাধ্যমে নিয়ন্ত্রণহীনভাবে দূষিত হয়ে চলেছে এদেশের পরিবেশ ও পানির উৎস। বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের বড় শিকার। এদেশের ১৯টি উপকূলীয় জেলার সমগ্র অঞ্চল ও অধিবাসীগণ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন ও দক্ষতা বৃদ্ধিসহ কর্মসংস্থানের যুগোপোযুগী এবং কৌশলগত পরিকল্পনার অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব নিয়ে ভাবার কেউ নেই! সরকারি-বেসরকারি এনজিওগুলো এসব সমস্যার কোনো দৃশ্যমান সমাধান দিতে পারছে না!
জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সাগরের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে এবং সংযুক্ত নদনদীগুলো দূষিত পানি প্রবাহ সাগরে ঠেলে দিচ্ছে। আর্সেনিকের বিষক্রিয়া বাংলাদেশে এখন প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের মৃত্যুর কারণ। আনুমানিক ৭৫ মিলিয়ন মানুষ আর্সেনিকযুক্ত জলের সংস্পর্শে এসেছে ও আরো আসতে শুরু করেছে। এ ধরনের বিষক্রিয়া ভবিষ্যতে প্রায় ৩ লাখ মানুষের ক্যানসার-সম্পর্কিত রোগাক্রান্ত হয়ে মৃত্যুর কারণ হতে পারে। সাগর উপকূলগুলোতে লবণাক্ত পানি এলাকায় উপকূলীয় জনগোষ্ঠীর পানির অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে, মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে কর্তৃপক্ষকে। সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল ও জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি সঞ্চয় ও ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এছাড়াও সরকারি খাসজমিগুলোতে মিঠা পানির আধার তৈরি করা যেতে পারে।
ইউনিসেফের এক জরিপ মতে, চীনের ১০ কোটি ৮০ লাখ; ভারতের ৯ কোটি ৯০ লাখ ও নাইজেরিয়ার ৬ কোটি ৩০ লাখ মানুষ সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত। অন্য দিকে ইথিওপিয়ায় ৪ কোটি ৩০ লাখ; ইন্দোনেশিয়ায় ৩ কোটি ৯০ লাখ ও পাকিস্তানে ১ কোটি ৬০ লাখ সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত। আমাদের দেশেও আছে চরম সংকট। এখানে প্রায় ২ কোটি ৬০ লাখ জনগোষ্ঠী পানিসংকটের মধ্যে জীবনযাপন করে। তথ্য মতে, বিশ্বে সবচেয়ে বেশি পানি মজুত আছে কানাডাতে এবং সবচেয়ে কম কুয়েতে। অর্থনৈতিক দিক দিয়ে কুয়েত শক্তিশালী হওয়ায় সমুদ্রের পানিকে ডিস্যালাইনেশন প্রক্রিয়ায় পানের উপযোগী করছে; কিন্তু সব দেশ এই প্রক্রিয়ায় সমুদ্রের পানি লবণমুক্ত করতে পারবে না। কারণ এটি অনেক ব্যয়বহুল। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক কঠিন। তাই এখন থেকেই সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি ব্যবহার বন্ধ করা এবং পানি দূষণের মাত্রা কমিয়ে একদম শূন্যের কোঠায় আনা এখন অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ ও ব্যাপক গণসচেতনতা সৃষ্টি না করতে পারলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে ভবিষ্যতে।
লেখক : শিক্ষার্থী, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com