নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশে শান্তি শৃংখলা বজায় থাকে, উন্নয়ন অব্যহত রাখতে হলে ফের নৌকা প্রতীকে ভোট দিয়ে বারবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় দিঘুলিয়া ইউনিয়ন ও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নতুন ভবন উদ্ভোধন কালে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ভালবাসে বলেই বারবার শেখ হাসিনা প্রধান মন্ত্রী হচ্ছেন, উন্ননের ধারা অব্যহত আছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আছে বিধায়, দেশে খাদ্যের অভাব নাই। তিনি আছে বিধায় আমরা রাস্তা পেয়েছি, ব্রীজ পেয়েছি, শেখ হাসিনা আছে বিধায় স্বাস্থ্য সেবা মানুষের দোর গোরায়, শেখ হাসিনা আছে বিধায় পদ্মা সেতু হয়েছে, মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। আজকে সাটুৃরিয়া-গোলড়া সড়কে এক সাথে ৭টি ব্রীজ হয়েছে। মানিকগঞ্জে ধলেশ্বরী ব্রীজ, কালিগ ব্রীজ, সাটুরিয়ায় ম্যাডস স্থাপন, ফায়ার সার্ভিস নির্মাণ হয়েছে। ফের নৌকায় ভোট দেয়া দাবী জানিয়ে মন্ত্রী স্বপন বলেন, সাটুরিয়া আমার মায়ের দেশ, গত বছর আমার মা মারা গেছেন বলে মন্ত্রী আবেগ প্লাবিত হয়ে পড়েন। আপনাদের মাঝে আমি আমার মাকে দেখতে পাই, বাবাকে দেখতে পাই। আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই। মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ খেলার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন নেতা কর্মীদের খন্ড খন্ড মিছিল মাঠে আসতে শুরু করে। সমর্থীত নেতাদের ছবিসহ ব্যানার ছিল প্রায় সবার হাতেই। শ্লোগানে মুখরিত ছিল জনাকীর্ন অনুষ্ঠান। এ সময় দলীয় বিভিন্ন নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। একই সাথে সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষে নব নির্বাচিত কমিটির সভাপতি সাজাহান সরকার ও সাধারণ সম্পাদক ওয়াশিম আকরাম রাজা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.গোলাম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন। সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্জালনায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. পিপি আ.সালাম, বাবু সুদেপ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জ্যোতি, চেয়ারম্যান শফিউল আলম জুয়েল, যুবলীগ নেতা মোঃআ খালেক।