বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গতকাল বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত তিনদিন ব্যাপী চৌগাছা উপজেলা কৃষি অফিস হলরুমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি অফিসার মোশাব্বির হোসেন, ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, যশোর-কুষ্টিয়ার মনিটরিং অফিসার সেলিম হোসেন, অনুষ্ঠান বাস্তবায়ন করেন চৌগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা কৃষি অফিস উন্নয়ন শাখার উপসহকারি কৃষি অফিসার রাশেদুল ইসলাম। সূত্রে জানা জায়, প্রশিক্ষণ গ্রহন করেন উপজেলার প্রত্যেক ব্লক থেকে মোট ৩০ জন। জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ, নাজমা বেগম,তানিয়া খাতুন,রেকসনা, আলমগীর, রশিদা খাতুন,রিম্পা খাতুন, তামান্না, ইমদাদুল, আতিয়ার রহমান, প্রমুখ।