সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

বরিশালে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে সুপেয় পানি নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিডি ক্লিন সদস্যরা

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

জলবায়ূ প্রভাব ও ঘূর্নীঝড় মোখার পূর্বাবাশে বরিশাল বেশ কিছুদিন যাবত অব্যাহত তীব্র তাপদাহে নগরীর শ্রমজীবী দিন-মজুর ও পথচারী তৃষ্ণার্ত মানুষের জন্য দিনব্যাপি সুপেয় পানির ব্যবস্থা করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডি ক্লিন ইউনিট। (১১ই) মে বরিশাল নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিনামূল্যে তৃষ্ণার্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে এক কাতারে দাড়িয়ে পানি তুলে দিয়ে এই সেবার আয়োজন করেছে তারা। সরেজমীনে দেখা যায় বিডি ক্লিন সংস্থার প্রায় ৫০ জনের ছেলে-মেয়ে সদস্যরা ৬টি বুথের মাধ্যমে পানি সরবরাহ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান, সাবেক বিভাগীয় সমন্বয়ক ইব্রাহিম মাসুম, উপজেলা সমন্বয়ক জাহেদ ইমরান। এখানে আরো উপস্থিত থেকে মানবিক সেবা কাজে বিডি ক্লিন ইউনিট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম ইসলাম ইমন, রায়হান চৌধুরী, মোঃ ইলিয়াস, সোলাইমান নিশান, মোঃ সোলাইমান, মোঃ তামিম ইসলাম, জিনিয়া, জান্নাত ও ফারহানা প্রমুখ। প্রচন্ড গরম ও তীব্র তাপদাহে নগরীর পথচারীদের মঝে সূপেয় পানি সরবরাহ কাজে নিয়োজিত বিডি ক্লিন বরিশাল আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান জানান, এখানে আমরা সকল সদস্য নিজেদের আর্থিক থেকে এই পানি ক্রয় করে সেবা দিয়ে যাচ্ছি। আগামী কাল থেকে নগরীর লঞ্চঘাট, নতুল্লাবাত বাস স্টেশন,রুপাতলী বাস স্টেশন, চৌ-মাথা, বাংলাবাজার সহ বিভিন্নস্থানে আমাদের এই কার্যক্রম যে কয়দিন এধরনের তাপমাত্রা বৃদ্ধি সহ গরম থাকবে ততদিন আমরা এটু পথচারীদের তৃষ্ণা মিটাবার সেবামূলক কাজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করে যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com