আলেমদের মুক্তির দাবিতেঅভিনব মানববন্ধন
নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে কারা অন্তরীণ শিক্ষকদের কাছে হাদিস পড়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতা। ‘আমরা শিক্ষকদের কাছে হাদিস পড়তে চাই’ শিরোনামে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।
গতকাল শুক্রবার (১২ মে) সকাল ৮টা থেকে এই মানববন্ধন শুরু হয়। এ সময় সবার হাতে কিতাব ছিল। মানববন্ধনের আহ্বায়ক মুহাম্মাদ দিদারুল ইসলাম বলেন, ইসলামী পাঠ্যক্রমে সনদের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে আমাদের প্রিয় শিক্ষকদের দু’বছর ধরে বন্দী রাখায় আমরা সনদ থেকে বি ত হচ্ছি। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা হারুন ইজহার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ দেশবরেণ্য শিক্ষাবিদদের বন্দী রেখে আমাদের নির্বিঘ্নে পড়ালেখার অধিকার হরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। ছাত্রসমাজ এই জুলুম আর চোখ বন্ধ করে সহ্য করবে না।
তিনি আরো বলেন, দেশের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আমরা বছরের শুরুতেই আমাদের শিক্ষকদের হাদিসের মসনদে চাই। না হয় প্রিয় শিক্ষকদের মসনদে ফিরিয়ে আনতে ছাত্র জনতা মাদরাসা থেকে রাজপথে নেমে আসবে। ছাত্র জনতা ময়দানে নেমে এলে নিজেদের শিক্ষকদের মুক্ত না করে মাদরাসায় ফিরবে না ইনশাআল্লাহ।