যুক্তরাজ্য ইউক্রেনে একাধিক “স্টর্ম শ্যাডো” ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা কিয়েভকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে দূরপাল্লার আক্রমণের শক্তি যোগাবে। একাধিক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা সিএনএনকে এখবর জানিয়েছেন। ইউকে প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস, এই অনুদানকে রাশিয়ার ক্রমাগত বর্বরতার বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার সর্বোত্তম সুযোগ বলে অভিহিত করে লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টর্ম শ্যাডো হল একটি দূর-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা যুক্তরাজ্য এবং ফ্রান্স যৌথভাবে তৈরি করেছে, এটি বায়ু থেকে উৎক্ষেপণ করা হয়। ২৫০ কিমি, বা ১৫৫ মাইলের বেশি ফায়ারিং রেঞ্জবিশিষ্ট যেটি ইউক্রেন দীর্ঘদিন ধরে চেয়ে আসছিলো। গত বৃহস্পতিবার এই অস্ত্রের প্রথম দফা পাঠিয়েছে লন্ডন। এই প্রসঙ্গে পার্লামেন্টে বৃটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেন, “রাশিয়াকে এটা মানতেই হবে যে তাদের কার্যকলাপের জন্যই আজ ইউক্রেনকে এই হাতিয়ার দেওয়া হচ্ছে।” একজন পশ্চিমা কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে যুক্তরাজ্য ইউক্রেন সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলি কেবল ইউক্রেনের সার্বভৌম ভূখ-ের মধ্যেই ব্যবহার করা হবে, রাশিয়ার অভ্যন্তরে নয়।
ইউকে কর্মকর্তারা ক্রিমিয়াকে ইউক্রেনীয় সার্বভৌম অঞ্চল হিসাবে চিহ্নিত করে প্রকাশ্য বিবৃতিতে এটিকে “অবৈধভাবে সংযুক্তকরণ ” হিসাবে বর্ণনা করেছেন। একজন সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছেন ”ক্ষেপণাস্ত্রটি একটি সত্যিকারের গেম চেঞ্জার।”
ইউক্রেনীয় বাহিনী দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে ক্রেমলিন-নিয়ন্ত্রিত অঞ্চল পুনরুদ্ধারের উদ্দেশ্যে একটি পাল্টা আক্রমণ শুরু করার প্রস্তুতির আগে এই ক্ষেপণাস্ত্রগুলি হাতে এলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ”পাল্টা আক্রমণ শুরু করার আগে আরো একটু সময় দরকার। এই আক্রমণ সংঘটিত হলে আমরা অনেক লোককে হারাবো। আমি মনে করি এটা অগ্রহণযোগ্য।”
গত ফেব্রুয়ারিতে বৃটেন সফরে আসেন জেলেনস্কি। তখন তাঁকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
১৮ ফেব্রুয়ারী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সুনাক বলেন, “আমাদের অবশ্যই ইউক্রেনকে তার শহরগুলিকে রাশিয়ান বোমা এবং ইরানী ড্রোন থেকে রক্ষা করতে সাহায্য করতে হবে।” সূত্র : সিএনএন