সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী পশ্চিমাদের ওপর রাগান্বিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

প্রধানমন্ত্রী পশ্চিমাদের উপর রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। স্যাংশনের কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা সরিয়ে নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, এই বিষয়টি আমাদের জানা নেই। তবে এটা খুবই পরিষ্কার স্যাংশনের কারণে হয়তো তিনি ( শেখ হাসিনা ) ইরিটেটেড হয়েছেন। তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছেন। মনে হচ্ছে তিনি সিকিউরড ফিল করছেন না।
তিনি বলেন, আইএমএফের সঙ্গে যে চুক্তি হয়েছে তা অত্যন্ত শর্তযুক্ত। এর মধ্যে খুব কঠিন শর্তও রয়েছে। শেখ হাসিনা এর মধ্যেও দাবি করেছেন যে, আইএমএফ বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর দাবি সঠিক নয়। আইএমএফের স্পোকসকম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, সংস্থাটি বাংলাদেশের নেতৃত্বের কোন কথা বলেনি।
ফখরুল বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ করে স্যাংশন নিয়ে কথা বলেছেন।
কেন বলছেন এটা আমারও প্রশ্ন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী স্যাংশন নিয়ে কথা বলায় আমরা বুঝতে পারি যে তিনি ইরিটেটেড হয়ে আছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com