রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

‘সবুজে সাজাই বাংলাদেশথ স্লোগানে শেরপুর জেলায় মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মঙ্গলবার ১৬ মে দুপুরে শেরপুর সদরের পাকুড়িয়া ইউনিয়নের নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল কাদের। এসময় কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম সাইদ, শিক্ষকমন্ডলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সদস্য প্রকৃতিপ্রেমী সংগঠক দেবদাস চন্দ বাবু, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, সমন্বয়কারী চ্যানেল আইথর জেলা প্রতিনিধি হাকিম বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলতি অভিযানে ৫ শতাধিক বৃক্ষরোপন ও সহস্রাধিক গাছের চারা বিতরনের কর্মসূচির প্রথম দিনে নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ প্রাঙ্গণে দেড় শতাধিক ফলদ, বনজ ও ওধধি গাছের চারা রোপন করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ সহ বৃক্ষরোপনের গুরুত্ব ও যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসকে এ বৃক্ষরোপন অভিযানের জন্য বেছে নেওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় প্রকৃতিপ্রেমিরা এমন উদ্যোগের প্রশংসা করেন। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব কর্তৃপক্ষ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের পাশে এবং কামারিয়া ইউনিয়নের হিজড়া পল্লীতে বৃক্ষরোপন করার কথা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com