গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন ‘মা ও শিশু সহায়ক তহবিল কর্মসূচির আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।