গত ৯ই মে গ্রেপ্তার হওয়ার পর সামরিক বাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার গ্রেপ্তারের দিনই দেশজুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা ও সহিংসতা। এতে টার্গেট করা হয় সামরিক বাহিনীকে। ওই ঘটনার পরই ইমরানের সঙ্গে সেনার আকাশ-পাতাল দূরত্ব সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ইমরান খান শুক্রবার জানান যে, সেনাবাহিনীর সঙ্গে তার ‘নো ডায়ালগ’ পরিস্থিতি বজায় রয়েছে।
ইমরান বলেন, বর্তমান সেনা প্রধানের নিশ্চিতভাবেই আমাকে নিয়ে কিছু সমস্যা রয়েছে। আমি জানি না ভবিষ্যতে কী হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। গত এক বছর ধরে আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে। এএফপির কাছে তিনি আরও অভিযোগ করে বলেন যে, সাবেক সেনাপ্রধানের চক্রান্তের কারণেই আমাকে ক্ষমতা হারাতে হয়েছিল।