ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ মে) তিনি যোগ দেন। এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লিয়েনে ছুটির পর বুধবার (১৭ মে) তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, ড. মোহাম্মদ কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ও ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ার গিয়ং সান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি পরপর দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মোহাম্মদ কামরুল ইসলাম কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের আজীবন সদস্য। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা, কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার, উপাচার্যের একান্ত সচিব এবং তথ্য প্রদানকারী ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।